হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, বাগমারা থানার এসআই আলতাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ সরকারি বিশ^ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।
এদিকে উপজেলা আইন শৃংখলা সভায় মাদকের অবাধ ব্যবহার রোধ, সন্ত্রাস, নাশকতা, বাল্যবিবাহ, চুরি-ডাকাতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।