স্টাফ রিপোর্টার: রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একটি নৌকার তিনজন যাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার সকালে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তিনজন হলেন- নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন। তাঁদের সন্ধান পেতে পরিবারের সদস্যরা পদ্মাপাড়ে অপেক্ষা করছেন। কান্নায় ভেঙে পড়ছেন। উদ্ধার অভিযান দেখতে পদ্মার তীরে অবস্থান করছেন শত শত মানুষ।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে তখন মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
এরপর তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এরমধ্যেই সকাল সাড়ে ৮টার দিকে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকাটি পদ্মার মাঝচর থেকে কাঁশফুলের খড় কেটে এপারে আনছিল। যাত্রী ছিল তিনজন। এই নৌকাটি ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিন যাত্রীকেই উদ্ধার করে। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়। ডুবে যাওয়ার পর প্রথম নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী জানান, দুটি নৌকা ও নিখোঁজদের উদ্ধারে তাঁদের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মার তলদেশে নেমে উদ্ধার অভিযান চালাচ্ছেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ডুবে যাওয়া দুটি নৌকা কিংবা নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে। এর মধ্যে সন্ধান না পেলে পরের দিন সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হবে।