স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সাক্ষরতা শেখার স্থান পরিবর্তন’ শ্লোগানে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা বক্তব্য রাখেন।