রাসিকের প্রধান প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

52

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রকৌশলী শরিফুল ইসলামকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১৩ নংম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সদ্য প্রদোন্নতিপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ প্রমুখ।

রাসিকে প্রেষণে কর্মরত থাকা প্রধান প্রকৌশলী মো. শরিফুল ইসলামকে সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডির) খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

SHARE