স্টাফ রিপোর্টার: জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞাকে বদলিজনিত সংবর্ধনা দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। রোববার ডিআইজি আবদুল বাতেন তাঁর কার্যালয়ে মাছুম আহাম্মদ ভূঞাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি জয়পুরহাটের এসপি মাছুম আহাম্মদ ভূঞাকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। আর গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নুরে আলমকে জয়পুরহাটের এসপি করা হয়েছে।