ডম-মুরগির দাম বেশি নেওয়ায় চার দোকানীকে জরিমানা

52

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডিম ও মুরগির দাম বেশি নেওয়ার অপরাধে চার দোকানীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় নগরীর হড়গ্রাম বাজারে এ অভিযান চালায়। অভিযান শেষে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হড়গ্রাম বাজারের রবিউল মুরগি ঘরে মূল্য তালিকায় ২৭০ টাকা কেজি সোনালী মুরগি লেখা ছিল। কিন্তু কিনতে চাইলে তিনি দাম চান ২৮০ টাকা। রবিউল বলছিলেন, মূল্য তালিকা দেখে লাভ নেই। ২৮০ টাকা কেজি দরেই মুরগি কিনতে হবে। সে কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া একই বাজারের তাসু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দোকানে মূল্য তালিকায় ডিমের দাম লেখা ছিল না। একই অপরাধে পিয়ারুল মুরগি ঘরকে এক হাজার টাকা এবং নগরীর ঢালুর মোড়ের রাজা স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।

SHARE