স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যাথা জনিত কারণে শনিবার রাত ৮টার পর তিনি হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি হন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী। দুপুরে তিনি নিজে গিয়ে রিটানিং অফিসারের কাছে তার চূড়ান্ত মনোনয়নের চিঠি দাখিল করেন।
এদিকে মিনুর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় তার চিকিৎসার খোঁজ খবর নেন তারা। হাসপাতালে মিনুর খোঁজ খবর নেয়ার পর তিনি ভাল আছেন বলে জানান সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।