স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার মানুষের কল্যান করেছে। কোনো আশঙ্কা নেই, আমাদের নৌকার বিজয় হবেই। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ১৪ দলের সহযোগী সংগঠনের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ দলের রাজশাহীর সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে জ¦ালাও-পোড়ার, অগ্নি সন্ত্রাস করেছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছিল। এবারো নানান অপচেষ্টা চালাতে পারে। তবে এবার তারা নির্বাচনে অংশ নিচ্ছে। এবারের নির্বাচন অন্যান্যবারের চেয়ে ভিন্ন। তারা আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের ফায়দা ফুটতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি আসনকে গুরুত্ব দিতে হবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় বর্তমান সাংসদ ও রাজশাহী-২ আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তা পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অনেকটাই সফল হয়েছি। শুধু বঙ্গবন্ধুর আদর্শ ধারন করলেই হবে না, বাস্তবায়নও করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ড. কামাল বলছেন, বঙ্গবন্ধু তার নেতা। অথচ তিনি আছেন জামায়াত-বিএনপির সাথে। এটা মীর জাফরি ছাড়া কিছুই নয়। মীর জাফররা কখনো জয়লাভ করতে পারে না। বর্ধিত সভায় মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্তে রঞ্জিত করতে একটি চক্র তৎপর। আমরা আর জঙ্গিবাদ-সন্ত্রাসীবাদ চাই না। সুস্থ্য-স্বাভাবিকভাবে বাঁচতে চাই। এজন্য নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন সাংসদ ফজলে হোসেন বাদশার সহর্ধমীনি অধ্যাপিকা তসলিমা খাতুন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্না, মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, বাংলাদেশ জাসদের মহানগর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনসহ ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সদ্য সংবাদ
সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র
স্টাফ রির্পোটার : মুজিববর্ষ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে মহানগরীর সিএন্ডবি মোড়ে নির্মাণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। এ লক্ষ্যে...
নগরীর ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান...
শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার সন্ধ্যায় দলিল লেখক সমিতি উপজেলা নির্বাহী...
নগরীর ১৩নং ওয়ার্ডে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলের আয়োজনে ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল...
আরসিআরইউ’র বর্ষপূতি ও প্রকাশনার মোড়ক উন্মোচন
সংবাদ বিজ্ঞপ্তি : আট বছর পেরিয়ে নয় বছর পাড়ি দিতে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এ উপলক্ষে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ প্রকাশনা...