স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বর্তমান সরকার আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কৃষি আদালত গঠন হবে। শুক্রবার বিকালে রাজশাহীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাদশা বলেন, সংসদে কৃষকদের পক্ষে আমি সব সময় সংসদে কথা বলেছি। দেখেছি, কৃষকরা অনক সময় প্রতারিত হন। কিন্তু তারা আইনি সুবিধা পেতে নানাভাবে হয়রানির শিকার হন। তাই আমি দেশে কৃষি আদালত চালুর জন্য সংসদে দাবি তুলেছিলাম। দুবার আলোচনার পর কৃষিমন্ত্রী সেটা নীতিগতভাবে গ্রহণ করেছেন। কিন্তু মেয়াদ শেষ হয়ে আসায় আমরা সেটা বাস্তবায়ন করতে পারলাম না। আগামীতে ক্ষমতায় এলে এটা নিশ্চয় হবে। রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য শ্রম আদালত আছে। কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আলাদা কোনো আদালত নেই। তাই আমি মনে করি তাদের স্বার্থ রক্ষার জন্য কৃষি আদালত প্রতিষ্ঠা জরুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় এলে প্রতিটি উপজেলায় একটি করে কৃষি আদালত প্রতিষ্ঠা করা হবে। বাদশা বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়ে গেছে। কিন্তু এই এগিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি কৃষক। তারা দেশের মেরুদণ্ড। তাদের জন্য আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের স্বার্থ রক্ষায় আমাদের কাজ করতে হবে। কিন্তু আমাদের কাজ করার সুযোগটাও দিতে হবে। আমরা কৃষকদের জন্য সর্বাত্মকভাবে কাজ করতে চাই। সবাই এগিয়ে যাবে, তারা পিছিয়ে থাকবে এটা হবে না। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অনিক ইসলাম। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষার জন্যই কৃষক পরিষদের জন্ম। এই সংগঠন কৃষকদের নিয়েই কাজ করে যাবে। এ জন্য তিনি ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশার সহযোগীতা কামনা করেন। রাজশাহী মহানগরীর বিবি হিন্দু অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক পরিষদের নগর কমিটি এই সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল ও জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য। বাংলাদেশ কৃষক পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি হাসান উদ্দিন আহমেদ দিলজিত সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
সদ্য সংবাদ
একই ফ্রেমে কাঞ্চন-রোজিনা
স্টাফ রিপোর্টার : প্রায় ১৪ বছর পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী রোজিনা। ‘ফিরে দেখা’- শিরোনামের একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। এতে...
আবার বিয়ে করতে চান মুনমুন
স্টাফ রিপোর্টার : গত বছরের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ হয় চিত্রনায়িকা মুনমুনের। সেই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো গোছানো কোনো ভালো...
২০ ঘণ্টায় স্বাভাবিক হয়নি ৪ জেলার ট্রেন চলাচল: দুটি তদন্ত কমিটি
অনলাইন ডেস্ক : কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫টি বগি লাইনচ্যুতির ঘটনায় এখনো স্বাভাবিক হয়নি...
হঠাৎ কুয়াশায় আমের মুকুলের ক্ষতির আশঙ্কা
স্টাফ রির্পোটার : রাজশাহীতে শনিবার (৬ মার্চ) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৩ মিনিটে। কিন্তু ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারও ঢেকে যায় সবুজ...
শ্রাবন্তীকে নিয়ে ট্রোল, প্রতিবাদ করলেন রোশান
বিনোদন ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিতর্ক, ইদানিংকালে এই দুই প্রায় সমার্থক। এ বার অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, ওঠাপড়াকে মিলিয়ে দেওয়া হয়েছে তার রাজনৈতিক...