স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০১৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ যে ভুল করেছিল, ২০১৮ সালে এসে সেটি করেননি। আর করবে বলে মনে করি না। ২০১৮ সালের সিটি নির্বাচনে জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছে। সিটি নির্বাচনের ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বিজয়ী হবে আশা করছি। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনাতয়নে ১৪ দলের থানা পর্যায়ের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ দল রাজশাহীর সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, আমি বিশ^াস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে একজন কংগ্রেসম্যান একটি বিল উত্থাপিত করেছেন, এদেশে যারা ষড়যন্ত্র করে, জ¦ালাও পোড়ার করে তাদের বিরুদ্ধে। এটির কারণে আমাদের সাহস আরো বেড়ে গেছে। আমরা বুঝতে পেরেছি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ বড় বড় দেশগুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে, আর উন্নয়নের পক্ষে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান আরো বলেন, আমি ও বাদশা ভাই দুইজন মিলে রাজশাহীর উন্নয়ন করবো। যতদিন সুস্থ্য আছি, দাঁড়িয়ে থাকতে পারবো, ততদিন পর্যন্ত রাজশাহীর উন্নয়ন করে যাব। জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে যদি নৌকা ছাড়া অন্য কেউ বিজয়ী হয়, তবে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। আসুন আমরা সবাই একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনে নৌকাকে বিজয়ী করি। অতিথির বক্তব্যে বর্তমান সাংসদ ও রাজশাহী-২ আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, আমি বিশ^াস করি নির্বাচনে আমরা বিজয়ী হবো। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করো, তাহলে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, আমি ও মেয়র লিটন দুই ভাইয়ের মতো আগামীতে একসাথে কাজ করবো। তিনি আরো বলেন, ড. কামাল বলেন বঙ্গবন্ধুু তাঁর নেতা। অথচ তিনি আছেন জামায়াত-বিএনপির সাথে। ড. কামাল বঙ্গবন্ধুকে নেতা বলে নিজেকে আত্মরক্ষা করছেন, অন্যদিকে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ১৪ দলের থানা পর্যায়ের বর্ধিত সভার সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় সাংসদ ফজলে হোসেন বাদশার সহর্ধমীনি অধ্যাপিকা তসলিমা খাতুন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মোহাম্মদ আলী কামাল, নিঘাত পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাড আসলাম সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, মহানগর ওয়ার্কাস পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জাসদের রাজশাহীর সভাপতি মজিবুল হক বকুল, বাংলাদেশ জাসদের মহানগর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ
রাজশাহী বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়
স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল জয় পেয়েছে। মোট ২১টি পদের মধ্যে এই প্যানেল সভাপতি-সম্পাদকসহ ২০ টি পদেই...
মাদক ছাড়ার প্রতিশ্রুতি দিলেন রাজশাহীর ২৫ নারী-পুরুষ
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার ২৫ জন নারী-পুরুষ মাদক ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া থানা আয়োজিত বিট পুলিশিং সমাবেশে তারা...
১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমনের উদ্যোগে ৫৬ জন ঈমাম, মুয়াজ্জিন ও খাদেম করোনার...
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে তাঁর ওয়ার্ডের ২২ টি জামে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম মোট...
রাজশাহী এডভোকেট’স বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট দিলেন মেয়র লিটন
স্টাফ রির্পোটার : রাজশাহী এডভোকেট’স বার এ্যাসোসিয়েশনের নির্বাচন-২০২১ এ ভোট দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বার ভবনে ভোটকক্ষে...
রানীনগর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
নওগাঁ প্রতিনিধি : সাধন চন্দ্র মজুমদার এম পি বলেছেন বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সারাদেশে সুষম...