নাটোর প্রতিনিধি : নাটোর-০১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত দুজন প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম বকুলের মনোনয়ন চূড়ান্ত করার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় কাফনের কাপড় বেঁধে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শহিদুল ইসলাম বকুলের সমর্থরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশনের আশেপাশে জড়ো হয়ে বকুলের সমর্থনে স্লোগান দেন এবং প্রার্থিতা নিশ্চিত করার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের ভাই সানোয়ার হোসেন সানাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল হাসনাত জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অবরোধকারীরা ফিরে গেছে। অপরদিকে, বিক্ষেভে অংশ নেয়া জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, মনোনয়নের পর থেকে তারা বকুলের পক্ষে কাজ করছেন। লালপুর -বাগাতিপাড়া আসনে বকুলের পক্ষে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা বকুলেরর চূড়ান্ত মনোনয়ন চাই। জামনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, এই মুহুর্তে এই আসনে বকুলের বিকল্প নেই। পাকা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাঙ্গা বলেন, বকুল ছাত্রলীগের জেলা কমিটির সনাবেক সভাপতি ও বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তরুণ এই নেতা সাধারণ মানুষের মধ্যে প্রিয়মুখ হিসেবে পরিচতি। এখন আমাদের একটাই চাওয়া বকুলের চূড়ান্ত মনোনয়ন। নাটোর জেলা পরিষদ সদস্য হাসানুর রহমান বিপ্লব বলেন, নেতা হিসেবে বকুল আমাদের সুখে-দুঃখে জড়িয়ে আছেন। তাকে আমরা সবসময় পাশে পাই। এ কারণে বকুলকেই নাটোর-০১ আসনে নৌকার কাণ্ডারী হিসেবে চাই। উল্লেখ্য, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-১ আসনে গত ২৫ নভেম্বও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুলকে প্রথমে মনোনয়ন দেয়া হয়। পরে গত ২৭ নভেম্বর সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে. কর্ণেল রমজান আলী সরকারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।
সদ্য সংবাদ
রাজশাহীতে ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
স্টাফ রির্পোটার : রাজশাহীতে সোমবার (১ মার্চ) পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে দেখা যায় সাধারণ যাত্রীদের। বাস না...
মেয়র লিটনের সাথে চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একরামুল...
মেয়র লিটনের নগর ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রির্পোটার : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার...
নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৪১, মাদকদ্রব্য উদ্ধার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নগর পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বেশ কিছু মাদকসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর ১২ থানা ও...
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পলিত হলো পুলিশ মেমোরিয়াল ডে
স্টাফ রির্পোটার : রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায়...