Clemon Skill Development Training Camp-2018, Rajshahi

204

স্টাফ রিপোর্টার : ক্লেমন স্পোর্টস এর আয়োজনে অনুর্ধ-১৭ বয়সী নতুন প্রজেন্মের ক্রিকেটারদের ১০দিনব্যাপী উচ্চতর ক্রিকেট প্রশিক্ষন ক্যাম্প সমাপ্ত। ক্লেমন স্পোর্টস এর অধীনে ৭টি ক্লেমন ক্রিকেট একাডেমি তথা রাজশাহী, যশোহর, দিনাজপুর, নারায়ানগঞ্জ,সিলেট,চাঁদপুর এবং ঢাকা থেকে অনুর্ধ-১৭ বয়সী নতুন প্রজন্মের ক্রিকেটারদের বাছাই করে মোট ৩৫ জনকে উচ্চতর ক্রিকেট প্রশিক্ষন প্রদান করা হয়। এই প্রশিক্ষনে প্রধান কোচ এর দায়িত্ব পালন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ছাড়াও সাবেক জাতীয় দলের অধিনায়ক রাজিন সলেহ,সহযোগী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন চেীধুরী আব্দুর রহিম হীরা,আরিফিন চৌধুরী তুষার,রাজু আহমেদ মোল্লাহ এবং ট্রেইনার আনিসুর রহমান । এই প্রশিক্ষনে ব্যাটিং-বোলিং,ফিল্ডিং,ফিটনেস, ভিডিও বিশ্লেষন,ম্যাচ খেলার দক্ষতা সহ মনস্তাত্বিক ও ইংরেজি কথপোকথন করার প্রশিক্ষন দেয়া হয়। এধরনের প্রশিক্ষনের সুব্যাবস্থায় অভিভাবক মহল ক্লেমন স্পোর্টসকে ধন্যবাদ জানান পাশাপাশি বাংলাদেশে ক্রিকেট অঙ্গন আরো এগিয়ে যাবে বলে অভিজ্ঞমহল মনে করছেন।

SHARE