স্পোর্টস ডেস্ক : লকডাউনের কারণে আবারো বন্ধ দেশের ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় ফেইজ কবে শুরু হবে তার নিশ্চয়তা নেই। পেছাতে পারে এএফসি কাপ বিশ্বকাপ বাছাইসহ সকল ফুটবল আসর। তাই একপ্রকার তড়িঘড়ি করেই দেশ ছেড়ে গেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার রাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ডেনমার্ক চলে গেছেন জামাল। যাওয়ার আগে তার ক্লাব সাইফ স্পোর্টিংকে জানিয়ে গেছেন লীগের দিনক্ষণ চূড়ান্ত হলে দেশে ফিরবেন তিনি। কলকাতা মোহামেডান থেকে সাইফ স্পোর্টিং ক্লাব-শারীরিক সম্পৃক্ততা হলেও কাগজ-কলমে একদিন আগেও তিনি ছিলেন কলকাতার ক্লাবটির খেলোয়াড়। গত রোববার আনুষ্ঠানিকভাবে আবারও তাকে দলে ভিড়িয়েছে সাইফ এফসি।
ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে। ২০১৬ সালে যোগ দিয়েছিলেন শেখ রাসেলে। ২০১৭ থেকে আছেন সাইফ স্পোর্টিংয়ে। মাঝে কলকাতা মোহামেডান। ঘরোয়া ফুটবলে অভিষেকেরও আগে ২০১৩ সাল থেকে তিনি খেলছেন জাতীয় দলে। দীর্ঘদিন ধরে করছেন জাতীয় দলের অধিনায়কত্ব।