বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতাকে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ অর্থাৎ জীবনকৃতি পুরস্কার দেওয়া হয়। কিন্তু পরে এক বেসরকারি চ্যানেলে সেই অনুষ্ঠানের সম্প্রচারে নচিকেতার মঞ্চে ওঠার মুহূর্ত সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়! এমন আচরণে ক্ষোভ প্রকাশ করলেন শিল্পী। তীব্র প্রতিবাদ শুরু তার ভক্তদের। সেই নয়ের দশকের শুরুর দিকে বাংলা গানের দুনিয়ায় আগমন নচিকেতার। তারপর থেকেই একের পর এক গানে ভক্তদের হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। প্রায় তিন দশকের বর্ণময় ক্যারিয়ারকে সম্মান জানিয়ে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান দেওয়ার সিদ্ধান্ত হয় নচিকেতাকে। তবে সেই পুরস্কার গ্রহণ করেননি শিল্পী। মঞ্চে উঠে তিনি জানিয়ে দেন, এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত।
কিন্তু এই ধরনের পুরস্কারের মধ্যে অবসরের একটা গন্ধ রয়েছে। যেহেতু তিনি এখনও অবসর নেওয়া থেকে বহু দূরে, বরং কাজ করে চলেছেন চুটিয়ে তাই আপাতত সেটি গ্রহণ করছেন না তিনি। তবে পুরস্কারটি গচ্ছিত রেখে যাচ্ছেন। যখন অবসর নেবেন, তখন সেটি নিয়ে যাবেন। এরপর পুরস্কার না নিয়েই মঞ্চ থেকে নেমে যান। অনুষ্ঠানের সম্প্রচারে ওই মুহূর্তের কোনও অংশই দেখানো হয়নি। সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া হয়েছে নচিকেতার অংশগ্রহণের দৃশ্য। স্বাভাবিক ভাবেই এমন আচরণে ব্যথিত নচিকেতা। এক সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, এভাবে তার উপস্থিতির পুরো অংশটাই ‘ডিলিট’ করে দেওয়ায় তিনি অপমানিত বোধ করছেন। দুঃখ পেয়েছেন তার ভক্তরাও। নচিকেতার ফেসবুক পেজের তরফে একটি পোস্টে ‘টিম আগুনপাখি’ পুরো বিষয়টি নিয়ে ওই অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ ও চ্যানেলের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা চেয়েছেন। পোস্টের নিচে নচিকেতাকে সমর্থন জানিয়েছেন তার অসংখ্য ভক্তরা।