সংবাদ বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার সকালে নগরীর কোর্ট চত্বরে রাজশাহী জেলা পরিষদের নিজেস্ব ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার প্রতিষ্ঠান মীম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ এর স্বত্বাধিকারী মোঃ ফজলুর রহমান তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রকৌশলী মাসুক-ই-মাহমুদ, প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান, সার্ভেয়ার আলিফ আলী ও মোঃ সামাউন ইসলাম সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভবনের বিভিন্ন তলা গিয়ে ভবন নির্মানের অগ্রগতি খুটিয়ে খুটিয়ে দেখেন জেলা পরিষদ চেয়ারম্যান।
তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে বলেন, ঈদের পর আনুষ্ঠানিক ভাবে জেলা পরিষদ কার্য্যলয় নতুন ভবনে স্থানান্তর করতে চায়। সেই জন্য যত দ্রুত সম্ভব ঠিকাদার প্রতিষ্ঠান যেন ভবনের কাজ শেষ করে জেলা পরিষদের নিকট হস্থান্তন করে। কাজের মান নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান সন্তুষ্টি প্রকাশ করেন।