বাঘা প্রতিনিধি : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে তৃতীয় বারের মতো নৌকার প্রার্থী হয়ে সোমবার ঢাকা থেকে ট্রেনযোগে নির্বাচনী এলাকা বাঘায় পৌঁছেছেন স্থানীয় সাংসদ ও বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের ঢল নামে। তারা প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করেন। বেলা ১২ টায় ধুমকেতু ট্রেনে বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে নৌকার এই মাঝি পোঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় নেতাকর্মীদের মাঝে। এ সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে স্টেশন চত্বর। প্লাটফর্মে দাড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন শাহরিয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও বঙ্গ বন্ধু সৈনিক লীগ-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী । শাহরিয়ার আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে যাদেরকে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে জেতানো সম্ভব, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকেই মনোনয়ন নিয়েছেন। আপনারা দলীয় নেতা-কর্মীরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা প্রতিক আবারও বিজয়ী হবে। বক্তব্যে সঠিকভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এক কেন্দ্রের মানুষকে আরেক কেন্দ্রে প্রবেশ না করার অনুরোধসহ সবাইকে নির্বাচনী আচারণবিধি মেনে ভোট করার আহবান জানান তিনি। মন্ত্রী গত ১০ বছরে চারঘাট-বাঘা এলাকা-সহ সারা দেশে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মানুষের মধ্যে যদি কৃতজ্ঞতা ও সততাবোধ থেকে থাকে তাহলে তারা আবারও এই সরকারকে ক্ষমতায় আসার সুযোগ করে দেবে। ট্রেন থেকে নেমে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের পর মাননীয় মন্ত্রী চলে আসেন বাঘার ঐতিহ্যাবাহী শাহী মসজিদে। তিনি সেখানে যোহর নামাজ আদায় শেষে হযরত শাহদৌল্লার মাজার জিয়ারত করে স্থানীয় লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
সদ্য সংবাদ
ঐতিহাসিক ৭ মার্চ পালনে রাজশাহীতে আলোচনা সভার আহবান
সংবাদ বিজ্ঞপ্তি : ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকা...
এমসিসি টি-২০ টুর্ণামেন্ট নর্দানের টানা ৩য় জয়
সংবাদ বিজ্ঞপ্তি : মাষ্টার্স ক্রিকেট কার্নিভালে দুই মাঠে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বি গ্রুপের খেলায় আমিরুলের ৫৩ বলে শতরানে সুবাদে বরেন্দ্র হিরোজের প্রথম এবং...
চাঁপাইনবাবগঞ্জে মুকুলের সমারহ, মৌ মৌ গন্ধে সুবাসিত বাতাস
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ : শীতের তীব্রতা কাটিয়ে আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে ফুটেছে মুকুল। মুকুলের সমারহে বাতাসে বইতে শুরু করেছে পাগল করা ঘ্রান।...
তাহেরপুর পৌরসভায় নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কালাম আজাদ সহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।...
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে রাসিক মেয়র লিটনের বাণী
স্টাফ রির্পোটার : ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বাণীতে মেয়র বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির...