স্টাফ রিপোর্টার : অবৈধ সিগারেটে সয়লাব বিভাগীয় শহর রাজশাহী। ফলে হুমকিতে রাজশাহীবাসীর জনস্বাস্থ্য। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বেশকয়েকটি বেসরকারি সংস্থা। আজ রোববার সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ তামাক বিরোধী জোট, রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো), ইনসাফ মহিলা উন্নয়ন সংস্থা, নারী হস্তশিল্প প্রতিষ্ঠান, হস্তশিল্প মহিলা সংস্থা এবং এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ এর সম্মিলিত উদ্যোগে জনস্বাস্থ্য রক্ষায় ও রাজস্ব বৃদ্ধিতে রাজশাহী অঞ্চলের অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচির আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম। নারী হস্ত শিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের সভানেত্রী আঞ্জুমান আরা লিপি’র সভাপতিত্বে রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো)’র সাধারণ সম্পাদক সোহাগ আলীর পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেনে, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী’র নেতা বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দীন মিন্টু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, প্রগতিশীল নাগরিক সংহতির সদস্য সচিব কলামিষ্ট শাহ্ মো. জিয়াউদ্দিন, দৈনিক আমাদের রাজশাহীর বার্তা সম্পাদক শেখ জিয়াউল হক, ব্যবসায়ী নেতা মহেশ চন্দ্র সরকার, এলিজ্যাবল ইউথ ফর ইভুলুশন এর সভাপতি গোলাম নবী রনি, রূপ রেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, হস্ত শিল্প মহিলা সংস্থার সভানেত্রী উম্মে হাস সিদ্দিকা, ইনসাফ মহিলা উন্নয়ন সংস্থা’র সভানেত্রী হাসনা বেগম, কিষাণ গম্ভীরা দলের পরিচালক খুরশীদ আল মাহমুদ, বৃষ্টি নারী কল্যাণ সংস্থার সভানেত্রী লুৎফুন নাহার, কেন্দ্রীয় কিশোর পাঠগারের কোষাধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ। মানববন্ধন শেষে আয়োজক সংগঠনসমুহের একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সদ্য সংবাদ
রাজশাহীর দুই পৌরসভায় আ.লীগ, অপরটিতে ‘বিদ্রোহী’ প্রার্থী বিজয়ী
স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার রাজশাহীর তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের...
২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
স্টাফ রির্পোটার : সোনালী অতীত ক্লাব, রাজশাহী আয়োজিত ২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে...
বাঘার চাঞ্চল্যকর জহুরুল হত্যার রহস্য উদঘাটন :আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার মোবাইলের সেলসম্যান জহুরুল ইসলাম (২৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। তিনজনকে গ্রেফতারের এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়। এর...
আড়ানী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মুক্তার আলী
আতাহার আলী,বাঘা : সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার ১৬ জানুয়ারি সম্পন্ন হয়েছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল...
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ প্রার্থী আব্দুল মালেক মন্ডল বিজয়ী
হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মণ্ডল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর...