হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর উদ্যোগে শিক্ষকদের কম্পিউটারে অধিক দক্ষ করতে হার্ডওর্য়্যার, নেটওর্য়াক এন্ড ট্রাবলশুটিং প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রির্সোস সেন্টার ফর এডুকেশন সেন্টারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সহকারী প্রোগ্রামার ইসমোতারা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল মুমীত।
এবারে প্রথম হার্ডওর্য়্যার, নেটওর্য়াক এন্ড ট্রাবলশুটিং প্রশিক্ষণে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক অংশ গ্রহণ করেন। আগামী ১০ জানুয়ারী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।