স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকেলে নগর ভবন সভাকক্ষে সচিবালয় বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহীকে শিক্ষা ও স্বাস্থ্যনগরী রূপে গড়ে তুলতে চাই। সকলের সহযোগীতায় এ নগরীকে এগিয়ে নিতে চাই। পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। রাসিকের সকল কার্যক্রমে গতিশীলতার লক্ষে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটিকে আরও আধুনিক করা হবে। তিনি বলেন, আমাদের আচরণ হবে বস নয়; সহকর্মীর মত। দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সরাসরি আমাকে জানাবেন। আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বেতন ভাতা প্রদানসহ রাসিকের আর্থিক অসচ্ছলতা দূর করতে চলমান নির্মাণাধীন মার্কেটসমূহের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে সিএনজি ষ্টেশন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের কার্যালয়গুলোকে স্থায়ী কাঠামো, কমিউনিটি সেন্টার ও শিশুদের জন্য বিনোদন পার্ক স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছর এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ওয়ার্ড সচিবদের কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করে মেয়র বলেন, নাগরিক সেবার একটি বড় দায়িত্ব আপনাদের উপরে। সিটি কর্পোরেশনের ভাবমূতিও অনেকাংশে আপনাদের সেবায়। নতুন পরিষদের সার্বিক কার্যক্রমে এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা করছি। দক্ষতা আন্তরিকতা দিয়ে যারা কাজ করছেন আগামীতে তাদের মূল্যায়ন করা হবে। কর্মচারীদের নিদিষ্ট কর্মবণ্টন ও কর্পোরেট অফিস ডিজাইনে দপ্তরগুলোক সাজানোর নির্দেশ দেন তিনি। বায়ু দূষণ রোধে রাজশাহী মহানগরী বিশে^র মধ্যে সেরা নগরীর স্বীকৃতি লাভ করেছে। আমরা এ ধারাবাহিকতা রক্ষা করতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশনকে নাগরিক সেবায় বিশ^ মানের প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসাঃ তাহেরা বেগম মিলি, সচিব মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের কাউন্সিলর, সচিবালয় বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ
দ্যা মহল রেস্তোরায় পিঠা উৎসব অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি : নগরীর দ্যা মহল রেস্তোরায় তিনদিনব্যাপি পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি)সকালে দ্যা মহল এবং রাজশাহীর উদ্যোক্তার আয়োজনে বাংলাদেশ...
সাংবাদিকের সাথে সাংসদ মনসুরের মতবিনিময়
স্টাফ রির্পোটার : সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী প্রেসক্লাব...
নগরীর ১৪নং ওয়ার্ডে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রির্পোটার : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে প্রায় দুই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ডাবতলার...
কে হচ্ছেন চারঘাট পৌরসভার নৌকার মাঝি?
স্টাফ রির্পোটার,চারঘাট : ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ...
৯৭ তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সমাবেশে বক্তারা,লেনিনের আদর্শ ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে
স্টাফ রির্পোটার : দুনিয়া কাঁপানো রুশ বিপ্লবের মহানায়ক সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান ভøাদিমির ইলিচ লেনিনের আদর্শকে ধারণ করেই গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর আহবান জানিয়েছে...