তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক এক আসামী গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম আবুল কাশেম (৪০)। তিনি মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর থানতলা মোড়ের আব্দুর রউফের পুত্র।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এ এস আই ছালজার করিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুনঃ   রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আদালতে কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমারা অনাদায়ে আরো ৩ মাসের সাজা মুলে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে গ্র্যাজুয়েট নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপে চরম বৈষম্য

তিনি বলেন, দীর্ঘদিন সে পলাতক ছিলো গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।