নগরীর ড্রেন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় নগরীর ২নংওর্য়াড নগরপাড়ার একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিশু স্থানটির পাশে খেলাধুলা করছিল। এসময় সিয়াম নামে এক শিশু খেলার ছলে ড্রেনের পাশে গেলে সেখানে মরদেহ সদৃশ্য বস্তু দেখে সকলকে জানায়।

আরও পড়ুনঃ   আবু সাঈদ হত্যা: বেরোবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

পরে, স্থানীয়রা মরদেহটি সনাক্ত করার পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এঘটনায়, এখনো মরদেহটির পরিচয় মেলেনি।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বলেন ড্রেন থেকে কংকাল উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।