গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার

হেলাল উদ্দিন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে আসে বকুল আলী খরাদী । সেখানে সাধারণ জনতা আওয়ামী লীগের এই নেতাকে ধরে পুলিশের খবর দেয়। পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ফসলি জমিতে রাতের আঁধারে চলছে খনন কাজ

গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানাগেছে।

বকুল আলী খরাদীর বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদীপাড়া। বকুল আলী খরাদী চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ   মতিহার থানার সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া দুই শিশু

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে বকুল আলী খরাদীকে গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।