বাঘায় অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : সোমবার (১৯ মে) সকালে বাঘা মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর পিআইডি এ অবহিতকরণ সভা আয়োজন করে। সভায় মনিগ্রাম মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে গরম রড দিয়ে রিকশাওয়ালাকে রাতভর নির্যাতন

রাজশাহী পিআইডি উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান অনুষ্ঠানে তথ্য অধিকার আইন ও বিধি-বিধানের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। পরে আইনটির বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়।
অবহিতকরণ সভায় মনিগ্রাম আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, রাজশাহী পিআইডি সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ ও বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুল আলম বাবু প্রমুখ বক্তৃতা করেন।