গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে নিহত ৩৪

অনলাইন ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি হামলা এবং কামানের গোলাবর্ষণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণ গাজা শহরের খান ইউনিসে ভোরে এক হামলার পর কমপক্ষে ১৩ জনকে ‘ধ্বংসস্তূপ থেকে উদ্ধার’ করা হয়েছে। গাজা উপত্যকায় পাঁচটি পৃথক হামলায় আরো ২০ জন নিহত হয়েছেন এবং দক্ষিণ গাজায় কামানের গোলাবর্ষণে এক নারী নিহত হয়েছেন।