নিয়ামতপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

আরও পড়ুনঃ   সুজানগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।