বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করলেন জেলা প্রশাসক

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার প্রধান অতিথি থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ উপলক্ষে গণিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে ৩৩৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

গণিপুর ইউনিয়নের হাসনিপুর, মোহনগঞ্জ এলাকায় ৩০ এপ্রিল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক ভাবে ৩৩৩ জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।