বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান এর যোগদান

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ মেহেদী হাসান। বুধবার উপজেলা ভূমি অফিসে যোগদান করেন তিনি।

গত ২৯ এপ্রিল সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন বদলী হওয়ায় শূন্য হয়ে পড়ে সহকারি কমিশনারের পদ।

নতুন সহকারি কমিশনার না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। বৃহৎ উপজেলার দায়িত্বে একজন অফিসার হওয়ার কারণেই দ্রুত সময়ের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) পেল উপজেলা ভূমি অফিস।

আরও পড়ুনঃ   কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

মোহাম্মদ মেহেদী হাসান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে প্রথম যোগদান করেন । পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

সেখান থেকে মোহাম্মদ মেহেদী হাসান সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বাগমারায় যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগমারা তৃতীয় উপজেলা বলে জানান সদ্য যোগদানকৃত কর্মকর্তা।

আরও পড়ুনঃ   বাগমারায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এর গ্রামের বাসা বরিশালের মুলাদী উপজেলা।