নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

আরও পড়ুনঃ   এ বছরও রাজশাহীতে ডেঙ্গুর ‘হটস্পট’ চারঘাট

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: তৌহিদুল ইসলাম কালু (৪৮), মো: সানোয়ার হোসেন ওরফে সুমন (২৮), মো: সাগর ইসলাম (৩৫) ও মো: মাজহারুল ইসলাম আশিক (২২)।

তৌহিদুল ইসলাম রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে। সে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী, সানোয়ার হোসেন বোয়ালিয়া মডেল থানার শেখের চক পঞ্চবটি এলাকার মো: বিপুল মোল্লার ছেলে, সাগর ইসলাম একই থানার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগ কর্মী মাজহারুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার খোদ্দকমরপুর এলাকার মো: মনোয়ারুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহী পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকারকে বদলি

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি