ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান রইস উদ্দীনের অবসরজনিত বিদায় অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অহিদুল ইসলাম। প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষের চলতি দায়িত্বে থাকা হিটলার আলী। অতিথি থেকে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক বেলাল হোসেন, হুমায়ুন কবির, আবদুল হাকিম, জালাল উ,আবুল কালাম আজাদ সুইট, আফজাল হোসেন, ইয়াছিন আলীপ্রমুখ। অনুষ্ঠানে কলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভবানীগঞ্জ কলেজে সম্মান শ্রেণির পাঠদানের শুরু থেকে রইস উদ্দীন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।