নিয়ামতপুরে মহান মে দিবস পালিত 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। “শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, নানান পেশাজীবী সংগঠন মে দিবসে নানা কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালীর পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এছাড়া নানা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে আলাদা আলাদাভাবে  উপজেলা শ্রমিক দল, জামায়াতে ইসলামী, পেশাজীবী সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী  উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।