নিয়ামতপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে দাবিতে মানববন্ধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গাছকাটাকে কেন্দ্র করে দুইজনকে ‘পিটিয়ে হত্যা’র প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে থানার ফটকের সামনে ‘অত্র গ্রামবাসী’র ব্যানারে
ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শরীফুলের বোন মোর্শেদা, শরিফুলের ছেলে কুদ্দুস, স্ত্রী শাহনাজ; নিহত আজিজুলের ভাই ফজলুর রহমান, ছেলে ফারুক, গ্রামবাসী নাজমা, শারমিন খাতুন প্রমুখ।

আরও পড়ুনঃ   এবার ঈদে পূর্বাঞ্চলে ৮ জোড়া স্পেশাল ট্রেন, নেই পশ্চিমাঞ্চলে

বক্তারা বলেন, হত্যা মামলার মূল আসামী লালচানসহ সকল সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার দিনেই ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও গত শুক্রবার দিবাগত রাতে একজন আসমিকে ধরতে সক্ষম হয়েছি। তাছাড়া জড়িত আসামি ধরার জন্য সার্বিক চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় বিএনপি'র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রসঙ্গত গত ১০ এপ্রিল উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম (৫৫) ও আজিজুল হক (৫৫) নামে দুইজন নিহত হয়।। আহত হয় আরও ৮-১০ জন।