গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইজরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা ও সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনি নিহত ও অসংখ্য সাধারণ মানুষ আহত হয়েছেন। গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে এ ইজরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব বিভাগীয় শহরে বিক্ষোভ
দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই মানবতার দুশমন ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। ১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম। এই হামলার মাধ্যমে ইসরায়েল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।

আরও পড়ুনঃ   অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে: রিজভী

ইসরায়েলের এই নির্মম বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।