ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

অনলাইন ডেস্ক : পবিত্র রমজানে ফলের মূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে তাজা ফল আমদানিতে শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে সরকার। তাজা ফল আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ হতে কমিয়ে ২৫ শতাংশ এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিজনেস কমিউনিটির সাথে আইপিডিসি’র বিশেষ আলোচনা সভা

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর ও কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে।

আরও পড়ুনঃ   ডিজিএফআইয়ের সা‌বেক ডিজি সাইফুল আলমের ব্যাংক হিসাব স্থগিত

কর ছাড়সহ সরকারের নানা সময়োপযোগী পদক্ষেপের কারণে এ বছর পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।-সমকাল