শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ধান গবেষণা সড়কের এক শিশুকে ধর্ষণচেষ্টা চালান সুজন। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর স্থানীয়রা শনিবার দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত সুজন শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি। তাকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।-ঢাকা পোস্ট