বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রাতে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে এক খেজুর গাছ চাষী সহযোগী আরও ২ জনের সহায়তায় ১৫ বছর বয়সী এক শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কামরুল ইসলাম (৪৫), মনির হোসেন সরকার (৪০) ও মাহফুজ হোসেন (২৫)। তারা সকলেই ওই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   মোহনপুরে আ.লীগ নেতা আক্কাস আলী গ্রেপ্তার

ধর্ষণের শিকার ওই কিশোরীর দাদি জানান, রাত ১০টার দিকে তার নাতনী বাইরের টয়লেটে গিয়ে দীর্ঘ সময়েও ফিরে না আসায় তিনি আশেপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে আম বাগানে তাকে পাওয়া যায়। এ সময় ওই কিশোরী তার দাদিকে জানায় তাকে কামরুল ও মনির মুখ চেপে বাগানে নিয়ে আসে এবং কামরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর দাদি রাতেই প্রতিবেশীদের সহায়তায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী ও সহযোগী ২ জনকে আটক করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, রাতেই অভিযান চালিয়ে মশিন্দা গ্রাম থেকে অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণের সাথে সংশ্লিষ্টতা না থাকায় মাহফুজ নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদি হয়ে কামরুল ইসলাম ও মনির হোসেন সরকার এই দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ   সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

শনিবার দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।