পুঠিয়ায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নাটোর ডিবি পুলিশের সহযোগিতায় চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পবা হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- পুঠিয়ার উপজেলার গণ্ডগোহালী গ্রামের আবু বক্করের ছেলে সালমান হোসেন সোহান (২৫) ও চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের রেজাউলের ছেলে নাঈম হোসেন (১৯)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাওপাড়া ঢালান বাজার এলাকায় চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এএসআই, স্থানীয়দের লাঠিপেটা

পবা হাইওয়ে থানার অফিসার মোজাম্মেল হক কাজী জানান, রাজশাহী হতে নাটোরগামী একটি মোটরসাইকেল সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা দ্রুতগতিতে পালিয়ে নাটোর ডিবি পুলিশের চেকপোস্টের সামনে গিয়ে ডিবি পুলিশের গায়ের উপর উঠিয়ে দিলে ডিবি পুলিশের এক সদস্য আহত হয়।
পরে আমরাও সেখানে পৌছে মোটরসাইকেল সহ তাদের আটক করে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চোর চক্রের সদস্য। এবং সালমান হোসেন সোহানের বিরুদ্ধে পাঁচটি চুরি মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। আমরা আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছি তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।