হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ও রাজশাহীর যৌথ উদ্যোগে অভিযানে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। তবে অভিযানকালে কোন ইটভাটা মালিককে পাওয়া যায়নি। অভিযানের শুরুতেই শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়ায় গড়ে ওঠা “এস ই এ এম” বিকস, একই এলাকার মজের আলী এবং বাঁইগাছা মোড়ের ইব্রাহীম হোসেনের ড্রামচিমনির ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা এবং রাজশাহীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন অংশ নেন। ফায়ারসার্ভিসের লোকজন পানি ছিটিয়ে আগুন নেভায়। পাশাপাশি ড্রামচিমনির ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযান দলের আসার খবর পেয়ে ভাটা মালিক সফিফুল ইসলাম ও শ্রমিকেরা সটকে পড়েন। পরে দেড় কিলোমিটার দূরে শালমারায় নামক স্থানে অবস্থিত “এমএনকে” নামের আরেকটি ড্রামচিমনির ইটভাটায় একই ভাবে অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয় ওই ভাটার মালিক নূরন্নবী ইটভাটার উপরে থাকা ড্রামের অংশ খুলে ফেলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন বলেন, তাঁদের এই অভিযান পুরো জেলায় অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে ড্রামচিমনির ইটভাটাগুলো তৈরি করা হয়েছিল।অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।
বাগমারায় চারটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান
