মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক : মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে নৈতিক শিক্ষার অভাবের কারণেই এমন ঘটনা ঘটছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত স্বরূপ। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার সংস্কার করবে এবং ইসলামী চেতনার ভিত্তিতে নৈতিক শিক্ষা বিকশিত করবে।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামায়াতের আমীর বলেন, সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না। সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন।

বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি।

আরও পড়ুনঃ   কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে: হাসনাত আবদুল্লাহ

শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নিবে বলেও জানান ডা. শফিকুর রহমান।-ইত্তেফাক