৭ হাজার কিলো ভ্রমণ শেষে ‘স্বাগতিক’ ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে রীতিমতো মুসাফির বা পর্যটকের ভূমিকায় যেন নিউজিল্যান্ড। এবারের আসরে ফাইনালিস্ট দলটি এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছে। এর আগে নিউজিল্যান্ডকে ভ্রমণ করতে হয়েছে ৭ হাজার কিলোমিটারেরও বেশি। বিপরীতে, ফাইনালের মহারণে তাদের প্রতিপক্ষ দুবাইকে ‘ঘরবাড়ি’ বানিয়ে ফেলা ভারত।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান। যেখানে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির তিন স্টেডিয়ামে ছিল এই প্রতিযোগিতার ম্যাচ। তবে ক্রিকেট দুনিয়ার বড় নাম ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের সব ম্যাচই হয়েছে দুবাইয়ে। একইভাবে ফাইনালটাও তাদের কারণে লাহোরের পরিবর্তে সেখানেই হচ্ছে।

আরও পড়ুনঃ   ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন

যার অর্থ, পুরো টুর্নামেন্টে একবারও নিজেদের অবস্থান থেকে সরতে হয়নি রোহিত শর্মার দলকে। বিপরীতে নিউজিল্যান্ডকে আসরের ৫ ম্যাচের জন্য যেতে হয়েছে ৪ স্টেডিয়ামে! ভ্রমণ করেছে ৭ হাজার ১৫০ কিলোমিটার।

আসরের উদ্বোধনী ম্যাচ নিউজিল্যান্ড খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ ছিল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেটা হয়েছিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচের জন্য নিউজিল্যান্ড দল উড়াল দেয় দুবাইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল ভারত।

আরও পড়ুনঃ   সল্টের ‘কালবৈশাখী ঝড়ে’ নববর্ষ বরণ কলকাতার

এরপর সেমিফাইনালে খেলতে তাদের ফের যেতে হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভ্রমণ করতে হয়েছে ৭ ঘণ্টারও বেশি সময়। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফের ধরতে হয়েছে দুবাইয়ের বিমান। সবমিলিয়ে ৫ ম্যাচের জন্য তাদের ভ্রমণ ৭ হাজার কিলোমিটারের বেশি।

টুর্নামেন্টের প্রায় পুরোটা সময় ধরেই ভারতকে বিশেষ সুবিধা প্রাপ্তির অভিযোগ শুনতে হয়েছে। যদিও সেটা বরাবরই অস্বীকার করেছেন টিম ইন্ডিয়ার কোচ এবং অধিনায়ক। অবশ্য, ভ্রমণের এই তথ্যটাই বলে দিচ্ছে অভিযোগের বিষয়টি কতটুকু সত্য ও বাস্তব।