জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।তানোর উপজেলার গুড়ইল কৃষ্ণপুরে, ভূমিদস্যু কর্তৃক বাড়ি ঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা বারোটায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ১৭ জানুয়ারি মধ্যরাতে তানোর থানাধীন পাচন্দর ইউনিয়নের গুড়োইল কৃষ্ণপুর, আদিবাসী সাঁওতাল পাড়ায় বরর্বোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোসারুল হক দুখু, মিজান সরকার, বাবুল মৃধা, মো. নাজমুল, মো. জুলফর, মো. বিপ্লব, শরিফুল ইসলাম ভুলু, মো. ভাষারের নাম উল্লেখ করে মামলা করেছে আদিবাসীরা। তাদের মধ্যে শরিফুল ইসলাম ভুলুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বাবুল মৃধা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ   নগরীতে বনসাই প্রদর্শনীর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

এ মামলায় অজ্ঞাত আশির অধিক আসামি রয়েছে বলে জানা যায়, এখনও আসামীদের গ্রেফতারের খবর পাওয়া যায়নি, সেখানে সাঁওতাল সম্প্রদায়ের চল্লিশটি পরিবার সাতচল্লিশ বছর যাবৎ বসবাস করে।

ভূমিদস্যদের নানা চক্রান্তে ও ষড়যন্ত্রে এখানকার আদিবাসীরা এখনও বিদ্যুৎ থেকে বঞ্চিত। তারা ভেস্টেড প্রপারটিতে বসবাস করে। এক হিন্দু জমিদার সম্পত্তি রেখে ভারতে চলে যায়, তখন থেকেই আদিবাসীরা সেখানে বসবাস করে আসছে।

এসম্পত্তির জেরে কোর্টে মামলা চলমান আদিবাসীদের পক্ষে দুটি রায় রয়েছে। ঘটনার দিন বিকেল চারটা নাগাদ নব্বইজন সন্ত্রাসী বাহিনী শরিফুল ইসলামের নেতৃত্বে আদিবাসীদের জমির সীমানা খুঁটি তুলে ফেলে ও রাত একটায় রিপন মুর্মুর বাড়িতে অগ্নিসংযোগ করে।গ্রামবাসীরা অগ্নিসংযোগের ঘটনা জানতে পারলে দুর্বিত্তরা পালিয়ে যায়। এঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর কোন টহলটিম আদিবাসীদের কোন প্রকার সহযোগিতা করেনি বলে জানান আদিবাসীরা।

আরও পড়ুনঃ   প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা

সন্ত্রাসীরা আদিবাসীদের শিশু কিশোরী ও শিক্ষার্থীদের অপহরণের হুমকি প্রদাণ করছে,এজন্য সাঁওতাল পাড়ার শিক্ষার্থীরা পড়াশোনার জন্য স্কুল কলেজে যেতে পারছে না। শংকিত হয়ে স্বাভাবিক কাজকাম ও হাট বাজারে গিয়ে কেনা কাটাও করতে পারছে না,এমতাবস্থায় মানবেতর জীবন যাপন করছে আদিবাসীরা।

ভুক্তভোগী গ্রামের বাসিন্দা, স্থানীয় আদিবাসী নেতা রিপন মুর্মুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, শিবলাল মুর্মু প্রমুখ।