স্টাফ রিপোর্টার : অবশেষে বদলি করা হলো রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদকে। তাকে বদলি করে আরএমপির ডিবি কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
আরএমপি কমিশনার আবু সুফিয়ান স্বাক্ষরিত ৫ মার্চের অফিস আদেশে এ বদলি করা হয়।
বেশ কিছুদিন থেকেই বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদের বদলির দাবি করা হচ্ছিল। গতকাল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে তার ওপর। যা নিয়ে গতকাল থেকে বিভিন্ন সোস্যাল মিডিয়াতে মেহেদি মাসুদের বদলির দাবি জোড়ালো হয়।
বদলির বিষয়ে আরএমপির মুখপাত্র সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বদলির বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন এটি প্রশাসনিক কারনে বদলি করা হয়েছে ।
মেহেদি মাসুদকে বদলি করে আরএমপি ডিবি কার্যালয়ে পরিদর্শক হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে এবং আরএমপি সিটিএসবির পরিদর্শক মোস্তাক আহম্মেদকে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দ্বায়িত্ব দেয়া হয়েছে।