অনলাইন ডেস্ক : বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার মেক্সিকোর আন্তর্জাতিক মাস্টার গালাভিজ মেদিনার কাছে হেরে গেছেন। সাদা গুটি নিয়েও মেক্সিকান আন্তর্জাতিক মাস্টারকে রুখতে পারেননি তাহসিন। গতকাল হারায় তাহসিনের পারফরম্যান্স রেটিং ২৪৩৯ থেকে কমে ২৩৮১ হয়েছে।
আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য ২৪৫০ পারফরম্যান্স রেটিং পয়েন্ট প্রয়োজন। আজ মন্টেনিগ্রোতে কানাডিয়ান আন্তর্জাতিক মাস্টার অ্যান্থনির মুখোমুখি হবেন। নবম ও দশম রাউন্ড দুই খেলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই খেলার পর তার পারফরম্যান্স রেটিং ২৪৫০ হলে আন্তর্জাতিক মাস্টারের একটি নর্ম অর্জন করবেন। এই দুই খেলায় একটি জয় ও ড্র হলে তাহসিনের জন্য সুবিধাজনক।
দুটো ড্র হলে খানিকটা সম্ভাবনা থাকবে। তাহসিন প্রথম রাউন্ড ওয়াকওভার পাওয়ায় তার দশম রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্ম নিশ্চিত হওয়ার জন্য। এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশম রাউন্ডে শর্ত পূরণ না হলে এগারো রাউন্ডেও সুযোগ থাকবে। উল্লেখ্য, তাহসিন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান।
তাহসিন দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত জোনাল দাবায় একটি আই নর্ম পেয়েছিলেন। মন্টেনিগ্রোতে আরেকটি নর্ম আসলে আন্তর্জাতিক মাস্টার হতে তার আরেকটি নর্ম লাগবে। তিন নর্ম পূরণের পাশাপাশি রেটিং ২৪০০ হলে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতি মেলে। দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের পরের ধাপই আন্তর্জাতিক মাস্টার।
বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় গতকাল এস্তোনিয়ার ফিদে মাস্টারকে হারিয়েছেন। এই টুর্নামেন্ট থেকে তাঁর গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের কোনো সুযোগ নেই উল্টো রেটিং পয়েন্ট কমছে। গতকাল অস্টম রাউন্ড শেষে রাউন্ডে নীড় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৬৮ আর তাহসিন ৫ পয়েন্ট পেয়ে ৩৩ তম স্থানে।