ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলী রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টাসহ সরকারের পক্ষ থেকে বারবার চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছর জুনের কথা বলা হচ্ছে। আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায় তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি সংস্কার একটু বেশি চান তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সেক্রেটারি বলেন, এপ্রিল মাস থেকে বর্ষা বাদল শুরু হয়। এপ্রিল, মে ও জুন এই তিন মাস আবহাওয়াজনিত কারণে নির্বাচন করা উপযোগী না বা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় ম্যাক্সিমাম আগামী বছরের সর্বোচ্চ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক

তিনি আরও বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন।

এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।