কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন। এছাড়া রক্ত পরীক্ষায় দেখা গেছে, তিনি ‘প্রাথমিক কিডনি বিকল’ রোগে ভুগছেন। যদিও কিডনি বিকলের বিষয়টি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভ্যাটিকান সিটি। এছাড়া শনিবার থেকে স্বাসপ্রশ্বাসের নতুন কোনো সমস্যায় পড়েননি তিনি।

ভ্যাটিকান সিটি দাবি করেছে, পোপ ফ্রান্সিস এখনো দৃঢ় মনোবল ধরে রেখেছেন। যদিও তাকে সার্বক্ষণিকভাবে অক্সিজেন গ্রহণ করতে হচ্ছে। ভ্যাটিকান সিটি আরও জানিয়েছে, রোববার সকালে হাসপাতাল থেকেই প্রার্থনায় অংশ নেন ফ্রান্সিস।

আরও পড়ুনঃ   পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত

এর আগে এদিন সকালে ভ্যাটিকান সিটি জানিয়েছিল, পোপ ফ্রান্সিসকে অধিক মাত্রায় অক্সিজেন গ্রহণ করতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আগেরদিন রাতে তিনি বেশ ভালো ঘুমিয়েছেন।

গত ১৪ ফেব্রয়ারি পোপ ফ্রান্সিসের দুটি ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই হাসপাতালে অবস্থান করছেন তিনি। হাসপাতালে থাকায় নিজের অনেক দায়িত্ব তিনি এখন পালন করতে পারছেন না।

আরও পড়ুনঃ   মুসলিম বিদ্বেষী নারীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ট্রাম্প, কে তিনি

এদিকে পোপ ফ্রান্সিসের ‘প্রাথমিক কিডনি বিকল’ রোগ ধরা পড়ার পর অনেকে চিন্তিত হয়ে পড়েছেন। তবে কিডনি অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার জামিন ব্রাহামবাট সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “আমি মনে করি না বিষয়টি আলাদাভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বলতে পারি তার শারীরিক অবস্থা এখনো ‘ক্রিটিক্যাল’। যদিও কিডনি খুবই দুর্বল একটি অঙ্গ। তবে জটিল অবস্থা থেকে খুব সহজেই এটি নিজেকে সারিয়ে তুলতে পারে।”