আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী মির্জাপুর নিবাসী মো: আবুল বাশার মিন্টু (৪৬) এর মরা দেহ রাজশাহী মেডিকেল থেকে আজ ২২ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় পোস্টমর্টেম শেষে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বিকেল ৫:১৫ মিনিটে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে করিডোর গোরস্থানে দাফন করা হয়। এরপর বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সন্ধ্যা ৭টায় আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও নাম প্রকাশের দাবি জানান বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আহসান হাবিব।