রাজশাহীতে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হেরোইনসহ দুজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের উপশহরের ১ নম্বর সেক্টর ঈদগাহের সামনে থেকে তাঁদের আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, হেরোইনের হাতবদলের সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে র‍্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা মো. সিহাব (২৬) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাত্রাই গ্রামের আবুল কাশেম (১৯)। কাশেম হেরোইনের চালানটি নিতে টাঙ্গাইল থেকে রাজশাহী এসেছিলেন। আর হেরোইনের চালানটি হস্তান্তরের জন্য গোদাগাড়ী থেকে রাজশাহী শহরে এসেছিলেন সিহাব।

আরও পড়ুনঃ   বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালায়। হেরোইনের হাতবদলের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের নগরের বোয়ালিয়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়।