ঢাবিতে বুবলীর ‘দেয়ালের দেশ’, যা বললেন নায়িকা

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী বুধবার।

ঢাবির টিএসসি মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রতিদিন প্রদর্শিত হচ্ছে চারটি সিনেমা। ২৩তম আসরের এই চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ছবিগুলো দেখানো হচ্ছে। মঙ্গলবার চতুর্থ দিনে দেখানো হবে শবনম বুবলীর আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’।

মিশুক মনি পরিচালিত এই ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ। সিনেমাটি গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এবার উৎসবে দেখার জন্য দর্শক-ভক্তদের আহ্বান জানান নায়িকা।

আরও পড়ুনঃ   ‘আমাকে জড়িয়ে ধরো না’ কাঞ্চনকে উদ্দেশ্য করে শুভশ্রী

বুবলী বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ২৩ বছর ধরে উৎসবটি নিয়মিত আয়োজন করছে। এবারের আসরে আমার অভিনীত সিনেমা প্রদর্শিত হবে জেনে আমি সত্যিই আনন্দিত। সিনেমাটি উৎসবে এসে উপভোগ করার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধ করছি।’

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এছাড়াও এদিন সকাল দশটায় দর্শক দেখতে পারবেন চাষী নজরুল পরিচালিত ‘দেবদাস’, দুপুর ১টায় আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’ এবং বিকেল সাড়ে ৩টায় ধ্রুব হাসান পরিচালিত তাসনিয়া ফারিণ অভিনীত ছবি ‘ফাতিমা’।

আরও পড়ুনঃ   বিয়ে করলেন নাদিয়া

এবার উৎসবে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।