কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় কফি হাউজে আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সংবাদ পেয়ে তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের কারণে ওই ভবনে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কালো ধোয়া চারদিকে ছড়িয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিদায় ২০২৪ স্বাগত ২০২৫

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো.শাহজাহান বলেন, আজ রাত ৮টা ২০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর কারওয়ান বাজারের ইটিভি ভবনের নিচতলায় একটি কফি হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিভিন্ন কর্মসূচিতে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।-ঢাকা পোস্ট