সংস্কারের জন্য ছয় মাসের কথা বলেছেন প্রধান উপদেষ্টা : মামুনুল হক

অনলাইন ডেস্ক : সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা আশা করেছেন আগামী ছয় মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা যাবে। এটি নিয়ে মূল আলোচনা হয়েছে আজ।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেইসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছে। আজ যেহেতু এরকম সিদ্ধান্তমূলক কোনো আলোচনার বৈঠক না, কাজে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

তিনি বলেন, আমরা বলেছি বাংলাদেশে যে সংস্কারের আলোচনা চলছে সেগুলো কিছু ভিত্তির ওপর দাঁড়িয়ে হওয়া উচিত। এছাড়া জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি অতি দ্রুত তুলে ধরার আহ্বান জানিয়েছি। সেই সঙ্গে ৪৭, ৭১, ২৪ ভিত্তি ধরে আগামী দিনের প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে দিয়েছি।