সব পজিটিভ সিদ্ধান্তকে স্বাগত জানাবে জামায়াত : মোহাম্মদ তাহের

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন, আমরা জাতীয় ঐকমত্য কমিটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি। সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত স্বাগত জানাবে। আমরা এটা ঘোষণা করেছি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ   বিলুপ্তের দুই বছরেও হয়নি জেলা ছাত্রলীগ কমিটি!

আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন, সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পরে যথাশীঘ্রই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। আজ খসড়া আলোচনা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত বইয়ের মাধ্যমে জানানো হবে, এবং তা নিয়ে আবার ঐকমত্য কমিটির সঙ্গে মতবিনিময় হবে সেখানে আমাদের মূল প্রতিক্রিয়া জানাবো।

আরও পড়ুনঃ   প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে : রিজভী

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা বলেছি আগে সংস্কার বিষয়গুলো আসুক। আমরা ঐকমত্য হই। এরপর নির্বাচনের বিষয় আসবে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা দেখি সেটা কতটুকু আগায়।-ঢাকা পোস্ট